close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বকশীগঞ্জে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Ratan Entiser avatar   
Ratan Entiser
বকশীগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেনের সঙ্গে বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক,..

১৫ ডিসেম্বর (সোমবার) রাত ৯.০০ ঘটিকার সময় থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইত্তেফাকের সাংবাদিক শাহিন আল আমিন, দিনকালের সাংবাদিক জিএম সাফিনুর মেজর, মানবজমিনের সাংবাদিক আশরাফুল হায়দার, ঢাকা প্রতিদিনের মুছা আলী, কালের কন্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, যায়যায় দিনের সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু, ভোরের কাগজের সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, ভোরের দর্পনের সাংবাদিক মতিন রহমান, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান, ইনকিলাবের সাংবাদিক এমদাদুল হক লালন, দেশেরকন্ঠের সাংবাদিক ছালাম মাহমুদ, মানবকন্ঠের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, ভোরের চেতনার সাংবাদিক মনিরুজ্জামান লিমন, আমার দেশ সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, নয়াদিগন্তের সাংবাদিক আল মোজাহীদ বাবু, সাংবাদিক নূরে আলম নয়ন, হারুন অর রশিদ, রিপন রাজ, লিয়াকত হোসেন বাবুল, আমিনুল ইসলাম, মোস্তফা গাজী, মাহবুবুর রহমান ময়ূর, ইমরান সরকার, মারুফ হোসেন, রাসেল রানা, মোনাহার আলীসহ আরও অনেকে।

সভায় বক্তব্যে মোঃ মকবুল হোসেন বলেন,
বকশীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এককভাবে নয়, সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতায় কাজ করতে চায়। বিশেষ করে মাদক নির্মূলে, অপরাধ দমনে সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি মাদকমুক্ত বকশীগঞ্জ গঠনে বিভিন্ন স্পটে টহল জোরদার, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং গণমাধ্যমের সহযোগিতায় কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা চরাঞ্চলের দুর্গম এলাকায় জুয়া, সীমান্ত এলাকায়  মাদক, চুরি, প্রতারক চক্রের দৌরাত্ম, মামলায় আসামিদের বাড়িঘরে লুটপাট, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন জিএম ফাতিউল হাফিজ বাবু, রাশেদুল ইসলাম রনি, মতিন রহমান, এমদাদুল হক লালন, মোয়াজ্জেম হোসেন হিলারী, আব্দুল লতিফ লায়ন, শাহিন আল আমিন। তারা আরও বলেন, পাবলিক, পুলিশ ও প্রেসের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বজায় থাকলে এলাকায় অপরাধ দমন আরও কার্যকর হবে।

সভা শেষে ওসি আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত থানায় জানানোর আহ্বান জানান পাশাপাশি সংবাদ সংক্রান্ত যেকোনো তথ্য আদান-প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানানো হয়।

No comments found


News Card Generator