close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বজ্রপাতরোধে শ্যামনগরে সড়কের পাশে তালের চারা রোপন উদ্বোধন করলেন ইউএনও রণী খাতুন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
 সোমবার(৪ আগষ্ট) বিকালে  সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বজ্রপাতরোধে গ্রামীণ সড়কের পাশে তালের চারা রোপন উদ্বোধন করা হয়। ..

বজ্রপাতরোধে শ্যামনগরে সড়কের পাশে তালের চারা রোপন উদ্বোধন করলেন ইউএনও রণী খাতুন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  সোমবার(৪ আগষ্ট) বিকালে  সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বজ্রপাতরোধে গ্রামীণ সড়কের পাশে তালের চারা রোপন উদ্বোধন করা হয়। 
শ্যামনগর পৌরসভা সদরের কালমেঘা ও হাটছোলা গ্রামীণ সড়কে তালের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।  

উদ্বোধনকালে তিনি বলেন তালগাছ বজ্রপাত নিরোধক। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর অসংখ্যা বজ্রপাতের ঘটনা ঘটছে।  তিনি এলাকাবাসীকে রোপনকৃত চারা বাঁচিয়ে রাখার পাশাপাশি সেখান থেকে নানা মুখি সুবিধা গ্রহণের আহব্বান জানান।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাজী আরিফুল হক, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মহিউদ্দীন,এস এম আহসান উল্যা, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম বিল্যা স্থানীয় কৃষকবৃন্দ প্রমুখ।  

জানা যায় ২০২৪-২৫ অর্থবছরে  খরিপ-২ মৌসুমে  এর কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় দুটি সড়কের পাশে দুই শতটি করে তালের চারা রোপন করা হয়েছে।  

ছবি- শ্যামনগরে গ্রামীন সড়কের পাশে তালের চারা রোপন উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন।  

 

Geen reacties gevonden


News Card Generator