ব্যাগি গ্রিন টুপি হারিয়ে ফেলেছেন প্যাট কামিন্স

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ওয়েস্ট ইন্ডিজ সফরে বারবাডোজ টেস্টের আগে এক অদ্ভুত ঘটনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।..

অজি ক্রিকেট ঐতিহ্যের অন্যতম প্রতীক ‘ব্যাগি গ্রিন’ টুপির নতুন একটি সংস্করণ পরে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু টসের আগেই হারিয়ে ফেলেছেন সেই বিশেষ টুপিটি!

২০১১ সালে অভিষেকের সময় পাওয়া পুরনো ব্যাগি গ্রিনটি অনেকটাই ক্ষয়ে গেছে। তাই সেটি আর ব্যবহার করতে চাননি কামিন্স। সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন টুপি পরে মাঠে নামার। ট্রফি উন্মোচনের ফটোসেশনেও সেই নতুন টুপিতেই দেখা গেছে তাকে। কিন্তু টসের সময়, ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজের সঙ্গে মাঠে নামেন পুরনো ব্যাগি গ্রিন পরে। এখানেই শুরু হয় রহস্য—কোথায় গেলো নতুন টুপিটি?

পরে জানা যায়, টসের আগেই হারিয়ে গেছে কামিন্সের নতুন টুপি। যে টুপিটি ছিল টেস্ট ইতিহাসে অন্যতম সম্মানজনক—অস্ট্রেলিয়ান কোম্পানি আলবিয়নের তৈরি শেষদিকের একটি ক্যাপ। ২০১৬ সালে কুকাবুরার কাছে টুপি তৈরির স্বত্ব হারায় প্রতিষ্ঠানটি।

এটা প্রথমবার নয়, এর আগে একই ঘটনায় পড়েছিলেন ডেভিড ওয়ার্নারও। অবসরের আগে শেষ টেস্ট খেলতে নামার সময় হারিয়ে ফেলেছিলেন নিজের ব্যাগি গ্রিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তা ফিরে পাওয়ার আবেদন জানান তিনি, এবং চার দিন পরই সেটি ফিরে পান। তবে কারা টুপিটি নিয়েছিল, সে বিষয়ে কিছু বলেননি ওয়ার্নার।

এখন দেখার বিষয়—কামিন্স কি সেই সৌভাগ্য অর্জন করতে পারবেন? ব্যাগি গ্রিন শুধু একটি টুপি নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে এটি আত্মার মতো জড়িয়ে থাকা ইতিহাস, সম্মান আর ভালোবাসার প্রতীক। সুতরাং, এটিকে হারানো নিছক ভুল না, বরং অনেক বড় এক মনস্তাত্ত্বিক ধাক্কাও বটে।

No comments found