close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিতর্কিত ভাবনাকে নিয়েই কাজ করবেন নির্মাতা!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিতর্কিত ভাবনাকে নিয়েই কাজ করবেন নির্মাতা!
ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার সমর্থনে গোপন হোয়াপসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন আশনা হাবিব ভাবনা। শেখ হাসিনার পতনের পর তা ফাঁস হলে তোপের মুখে পড়েন তিনি। যদিও এর আগে শহীদ আবু সাইদের ছবি এঁকে সাধু সাজার চেষ্টা করেছিলেন এই মাঝারি মানের অভিনেত্রী। এমন বিতর্কিত ভূমিকার জন্য বয়কটের মুখে পড়েছেন ভাবনা। এখন তার হাতে আছে ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি সিনেমা। এর পরিচালক হিমু আকরাম এখনই অভিনেত্রীর বিষয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন। কথা বলে জানা গেল, এসব নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তাকে নিয়েই কাজ করতে চান। বিতর্কিত অভিনয়শিল্পীকে নেয়ায় ছবিটির ওপর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন হিমু। তিনি বলেন, সিনেমাটি হলে মুক্তির পর নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমে যাবে। সুতরাং কয়টা হল পাব, তার ওপর আমি নির্ভরশীল না। আমার লক্ষ্য শুধু বাংলাদেশ না। গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শক। যাদের সংখ্যা ৪০ কোটির মতো। এছাড়া যারা নেটফ্লিক্স কিংবা অ্যামাজনের দর্শক হলে গিয়ে সিনেমা দেখেন না। তাই শুধু ভাবনা নন, আরও বিতর্কিত কেউ যদি সিনেমাটিতে থাকলেও সমস্যা হবে না। তবে আনুষ্ঠানিকভাবে পরিচালক-অভিনয়শিল্পীদের সংগঠনগুলো ভাবনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে তাকে নিয়ে কাজ করবেন না বলে জানান তিনি। হিমু বলেন, আমাদের দেশে শিল্পীদের বিভিন্ন সংগঠন আছে। ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টর ইক্যুইটি প্রভৃতি। সংগঠনগুলো যদি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় যে, এই শিল্পীদের নিয়ে কাজ করা যাবে না তাহলে মানতে হবে। আমার কিছু করার থাকবে না। তবে একজন ভদ্রলোক হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ওই জায়গা থেকে ভাবনা কেন আরও বিতর্কিত কেউ হলেও কাজ করব। এই সিনেমায় নামভূমিকায় অভিনয় করবেন টলিউডের স্বস্তিকা মুখার্জী। ভাবনার চরিত্রের নাম জুলেখা। সৈয়দপুর ও সুন্দরবনে শুটিংয়ের অনুমতি না পাওয়ায় এখনই শুরু হচ্ছে না শুটিং। কবে নাগাদ আলতাবানু জোছনা দেখবে—সেটা নিশ্চিত নয়। তবে পরিচালকের লক্ষ্য অক্টোবর মাস। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।
Tidak ada komentar yang ditemukan