দুই দফা ন্যায্য দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা। আজ শনিবার (৮ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি টানা তিন দিন চলবে, যেখানে প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সংগঠনের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তারা জানিয়েছেন, ন্যায্য পদোন্নতি ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচির বিবরণ: ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন। তারা হাসপাতালের সামনে ব্যানার হাতে নিয়ে মৌন প্রতিবাদ করবেন। তবে জরুরি বিভাগ কর্মসূচির আওতার বাইরে থাকবে, যাতে রোগীদের জরুরি চিকিৎসাসেবা ব্যাহত না হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।
চিকিৎসকদের দাবি: ১. ন্যায্য পদোন্নতি নিশ্চিত করা। ২. সব ধরনের পেশাগত বৈষম্য দূর করা।
রোগীদের করণীয়: যেহেতু জরুরি বিভাগ চালু থাকবে, তাই গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। তবে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করতে হতে পারে।
সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন চিকিৎসকরা। এখন দেখার বিষয়, সরকার কী পদক্ষেপ নেয়!