এবারের বোর্ড সভা থেকে উঠে আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিধান্ত। বরিশাল কিংবা রাজশাহীর স্টেডিয়াম কিংবা আসন্ন বিপিএল নিয়ে বিস্তর আলোচনা হতে পারে।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল শান্ত। নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও এই সভায় প্রাথমিক আলোচনা হতে পারে। এইচপিসহ গেম ডেভলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রামসহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা করতে পারেন বিসিবি পরিচালকরা।