বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা..

Juwel Hossain avatar   
Juwel Hossain
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন সম্পন্ন ও সার্থক করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।..

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন সম্পন্ন ও সার্থক করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, সহকারী কমিশনার ভুমি মুসফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রস্তুতিমূলক এ সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শনের প্রভাব, তার শাহজাদপুরে অবস্থানকাল এবং ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। পরে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে তিনদিন ব্যাপী ১৬৪তম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হয়।

Keine Kommentare gefunden


News Card Generator