close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিশ্বকাপের বছরখানেক কাউন্টডাউন শুরু, জায়গা নিশ্চিত ১৩ দলের..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
সময়ের হিসেবে আর ঠিক ১ বছর পরেই শুরু হচ্ছে ২৩ তম ফুটবল বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হবে এইবারের আসর।..

বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হয় ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকেই। স্বাগতিক হওয়ার সুবাদে সরাসরি জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৫ দলের স্পটের জন্য ৬ মহাদেশের প্রায় ২০৬ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ১০টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

গতকাল কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করলো ব্রাজিল। বাছাইয়ের ১৬তম ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই অঞ্চল থেকে সবার আগে আর্জেন্টিনা নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ইকুয়েডর ও পেয়েছে বিশ্বকাপের টিকিট। ওশেনিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে দেখা যাবে নিউজিল্যান্ডকে। 

এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ৬ টি দল। দল গুলো হলো : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। যেখানে জর্ডান ও উজবেকিস্তান খেলবে তাদের ইতিহাসে প্রথমবারের মতো। 

২০৬ দলের মধ্যে বিশ্বকাপের টিকিটের দৌড় থেকে ছিটকে গেছে মোট ৬৮টি দল। এদের মধ্যে আছে কঙ্গো, গাম্বিয়া, সিচেলেস ও চাদের মতো দলগুলো। 

コメントがありません