close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিশ্বের দূষণের তালিকায় ঢাকার তৃতীয় স্থান! জেনে নিন কোন এলাকায় বায়ুদূষণ বেশি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান তৃতীয়। শহরের বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ বিপজ্জনক মাত্রা অতিক্রম করেছে। আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স
বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান তৃতীয়। শহরের বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ বিপজ্জনক মাত্রা অতিক্রম করেছে। আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (AQI) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বায়ুর মান 'খুবই অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। বিশেষত পুরান ঢাকা, গুলশান, বাড্ডা, মিরপুর এবং তেজগাঁও এলাকায় বায়ুদূষণের মাত্রা অন্যান্য এলাকার তুলনায় বেশি। এসব এলাকায় PM2.5 এবং PM10 সূচকের উচ্চ মাত্রা রেকর্ড করা হয়েছে, যা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই দূষণের প্রধান কারণ হচ্ছে নির্মাণকাজের ধূলাবালি, যানবাহনের কালো ধোঁয়া এবং শিল্পকারখানার বর্জ্য। এর পাশাপাশি শীতকালীন তাপমাত্রা এবং বাতাসের নিম্নগতিও দূষণকে বাড়িয়ে দিচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, দূষণপ্রবণ এলাকায় মাস্ক ব্যবহার, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং ঘরের জানালা-দরজা বন্ধ রাখার। সরকারকেও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। দূষণমুক্ত ঢাকা গড়তে নাগরিকদের সচেতনতা এবং সরকারের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Nenhum comentário encontrado