ঢাবি শিক্ষার্থী সাম্য নিজ গ্রামে শায়িত, কান্নায় ভারী পরিবার-সহপাঠীদের, ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ গ্রামের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বুধবার রাতে স্থানীয় মাদরাসা মাঠে জানাজা শেষে সড়াতৈল কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ঢাকা থেকে মরদেহ পৌঁছানোর পর তাকে এক নজর দেখতে ভিড় করেন এলাকাবাসী, সহপাঠী ও দলীয় নেতাকর্মীরা। হৃদয়বিদারক পরিবেশে কেঁদে ভেঙে পড়েন স্বজনরা। চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট সাম্য ছিলেন পরিবারের আদরের সদস্য।ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাম্য এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। তিনি হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল সংঘর্ষকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় বুধবার নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তারা হলেন— মো. তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং মো. পলাশ সরদার।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
没有找到评论