বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৯ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল আবেদীন সাগর ও সাইফুল ইসলাম বাবলু।
বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ এই সবুজ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ডিগ্রি বিএসসি বিভাগের আহ্বায়ক নেওয়াজ উদ্দিন শাকিন, বিএসএস বিভাগের আহ্বায়ক নুর আলম, বিবিএস বিভাগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আলম। এছাড়া কলেজ ছাত্রদল নেতা নোমানুল হক নোমান, জিয়া উদ্দিন পলাশ, আবদুল্লাহ আল জাবের, আতাহার কাইয়ুম সিহাব, আকিব, ওমর, আরাফাত সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয় এবং সবুজে ভরে উঠুক প্রিয় শিক্ষাঙ্গন—এই প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কোন মন্তব্য পাওয়া যায়নি