close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা 

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা 

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি  ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 দিবসটি উপলক্ষে ওয়াটারএইড ও রুপান্তর এর উদ্যোগে বুধবার(২৮মে) শ্যামনগর অফিসার্স ক্লাবের হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালী বের করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, সামাজিক কুসংস্কার হটিয়ে আজ সকলে সচেতন বলে পিরিয়ডজনিত রোগে আক্রান্তের হার কমে এসেছে। এমন অনুষ্ঠানে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহন নিশ্চিতভাবে আয়োজনের মুল উদ্দেশ্যকে সফল করবে। 

এসময় দিবসের গুরুত্ব বিবেচনায় নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল মনির প্রমুখ। 

রুপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীর পাশপাশি কর্মজীবী নারীরাও বক্তব্য রাখেন। 

ছবি ঃ বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মোছাঃ রনী খাতুন।

 

Nessun commento trovato