close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিশ্ব বাবা দিবস আজ

Md Sale avatar   
Md Sale
বাবার অবদান ছড়া।

আমার প্রিয়ো বাবা 
মোঃ আবু সালেহ 

পৃথিবীতে শান্তির ছায়া 
আমার প্রিয় বাবা , 
সকল কাজের সেরা তিনি
আর আছে কে-বা ? 

বাবার কাঁধে চড়ে আমি 
বিমান হয়ে উড়ি , 
বাবা হলেন শ্রেষ্ঠ -গুরু
নেই তো তাহার জুড়ি। 

আদর মাখা শাসন করে 
আমার জীবন গড়ে , 
সকল শ্রদ্ধা দিয়ে দিলাম
আমার বাবার তরে । 

শত কষ্ট আঘাত সয়ে 
আমায় রাখেন সুখে , 
স্বর্গ সুখের পরশ মাখা 
আমার বাবার বুকে । 

শত কোটি সালাম জানাই 
এই বাবাদের তরে,
সব ছেলেরা থাকে যেন
বাবার আপন নীড়ে। 

বাবা ছাড়া জীবনটা যে
বড়ই অসহায়।
বাবার মতো বিশ্ব কুড়ে
আপন কেহ নাই। 

বাবা হলো খোদা তালার
সবচেয়ে বড় দান।
কেউ না যেন ভুলে কভু
বাবার অবদান।। 

বাবা দিবসে লেখা আমার একটি ছড়া। সত্যি বলতে বাবা হারা দুঃখটা কভু মুছে যাওয়ার নয়। তাই সবার কাছে আমি আমার বাবার জন্য দোয়া চাই।

ভালো থাকুক ওপারে

کوئی تبصرہ نہیں ملا