close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিশাল পরিবর্তন! ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়ে দিয়েছে, গাড়ি ও মোটরসাইকেল গ্যারেজসহ ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। আগের ১০ শতাংশ ভ্
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়ে দিয়েছে, গাড়ি ও মোটরসাইকেল গ্যারেজসহ ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। আগের ১০ শতাংশ ভ্যাটের হারই আবার চালু করা হয়েছে। এর আগে, এই খাতে ভ্যাট ১৫ শতাংশে উন্নীত করা হয়েছিল, কিন্তু বিভিন্ন পক্ষের সমালোচনার পর এনবিআর তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে এবং এখন সেটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান সংবাদমাধ্যমকে জানান যে, এই সিদ্ধান্তের বিষয়ে আলোচনা শেষে এটি ঘোষণা করা হয়েছে। এর ফলে, ওয়ার্কশপে ভ্যাটের হার ১০ শতাংশে থাকছে, যা ব্যবসায়ীদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে। এনবিআর’র এই সিদ্ধান্তের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও সংশোধন করা হয়েছে। যেমন, রেস্তোরাঁ সেবার ওপর আরোপিত ভ্যাট বৃদ্ধি করার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। এছাড়া, তৈরি পোশাক, মিষ্টি, নন-এসি হোটেল, ওষুধ এবং মোবাইল খাতের ওপর ভ্যাট কমানোর ঘোষণা দিয়েছে এনবিআর। এনবিআর জানিয়েছে, তারা হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্কও পুরোপুরি প্রত্যাহার করেছে, যা বিশেষ করে হজযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বেশ কিছু পণ্য ও সেবার ওপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করা হয়েছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। জনগণ, ব্যবসায়ী, অর্থনীতিবিদসহ বিভিন্ন মহল এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। মানুষের জীবনে সাময়িক আর্থিক চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে এনবিআর সেগুলো পরিবর্তন করে। এছাড়া, এনবিআরের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়নি, তবে এরই মধ্যে এই পরিবর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
Không có bình luận nào được tìm thấy