close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিরামপুরে ট্রাক চাপায় কোলের  সন্তানসহ মা নিহত

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
মা সন্তানকে পৃষ্ট করে একটি ট্রাক দ্রুত ঘটনাস্হল থেকে সটকে পড়ে চালক
 
স্টাফ রিপোর্টার,দিনাজপুর  > দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় কোলের সন্তানসহ মা নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। 

নিহত মা কোহিনুর বেগম (২৭) বিরামপুরের ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। তার ২ মাস বয়সি শিশু সন্তানের নাম রিশাদ কাইফ। তবে মোটর সাইকেল চালক গৃহকর্তা অক্ষত রয়েছে।

বিরামপুর থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সকাল ১১টা ২০ মিনিটে উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে চলন্ত মোটর সাইকেল থেকে রাস্তায় সন্তানসহ ছিটকে পড়েন মা কোহিনুর বেগম। এসময় মা সন্তানকে পৃষ্ট করে একটি ট্রাক দ্রুত ঘটনাস্হল থেকে সটকে পড়ে চালক। এতে দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে মা সন্তান। নিহতের পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ তুলে দেওয়া হয়েছে। 

নাজপুর > দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় কোলের সন্তানসহ মা নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। 
নিহত মা কোহিনুর বেগম (২৭) বিরামপুরের ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। তার ২ মাস বয়সি শিশু সন্তানের নাম রিশাদ কাইফ। তবে মোটর সাইকেল চালক গৃহকর্তা অক্ষত রয়েছে।
বিরামপুর থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সকাল ১১টা ২০ মিনিটে উপজেলা শহরের সোনালী ব্যাংকের সামনে চলন্ত মোটর সাইকেল থেকে রাস্তায় সন্তানসহ ছিটকে পড়েন মা কোহিনুর বেগম। এসময় মা সন্তানকে পৃষ্ট করে একটি ট্রাক দ্রুত ঘটনাস্হল থেকে সটকে পড়ে চালক। এতে দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে মা সন্তান। নিহতের পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ তুলে দেওয়া হয়েছে। 
Hiçbir yorum bulunamadı