close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিপ্লবী রবি নিয়োগী’র ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত..

a m abdul wadud avatar   
a m abdul wadud
ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিংহপুরুষ, যুগ যুগান্তরের মানবমুক্তির লড়াকু সৈনিক বিপ্লবী রবি নিয়োগী’র ১১৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে শেরপুরে।..

ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিংহপুরুষ, যুগ যুগান্তরের মানবমুক্তির লড়াকু সৈনিক বিপ্লবী রবি নিয়োগী’র ১১৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে শেরপুরে।

সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের আয়োজনে ২৬ এপ্রিল শনিবার সকালে শহরের খরমপুর এলাকার মোবারক ড্রয়িং আর্ট একাডেমীতে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্লে শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত পৃথক ৪টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার ও বিপ্লবী রবি নিয়োগী’র নাতি প্রকৌশলী শুভজিৎ নিয়োগী এ চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪টি গ্রুপের প্রত্যেককে সনদপত্র ও বিপ্লবী রবি নিয়োগী’র জীবনী সম্বলিত পুস্তিকা প্রদান করা হয়। প্রত্যেক গ্রæপের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে আগামী ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে জন্মবার্ষিকীর অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। এ চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সরকারী ভিক্টোরিয়া একাডেমীর সাবেক প্রধান শিক্ষক ভাস্কর হারুন-অর-রশীদ। তাকে সার্বিক সহায়তা করেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহŸায়ক আবুল কালাম আজাদ, চিত্রশিল্পী মোবারক হোসেন, মিঠুন কোচ, উদীচী জেলা সংসদের সহ-সভাপতি এস.এম. আবু হান্নান। চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীরা হলেন : ক-গ্রæপে (প্লে-প্রথম শ্রেনী, ইচ্ছেমতো) রাজবল্লভপুর রামকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনী পড়–য়া উম্মে হাবিবা অথৈ প্রথম, আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের নার্সারী শ্রেনীর প্রত্যাশা দ্বিতীয় এবং নবারুণ পাবলিক স্কুলের ১ম শ্রেনীর শিক্ষার্থী আবরার আওসাফ নুহাদ তৃতীয় হয়েছেন। খ-গ্রুপে (২য়-৩য় শ্রেনী, গ্রামীণ দৃশ্যাবলী) প্রথম হয়েছে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী পূর্বা সেন, দ্বিতীয় উইজডম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ২য় শ্রেনীর ছাত্র অভিমন্যু নন্দী বর্ণ এবং তৃতীয় বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী রাফছান জামিল আরিয়ান। গ-গ্রুপে (৪র্থ-৬ষ্ঠ শ্রেনী, নবান্ন উৎসব) প্রথম হয়েছে আইডিয়াল ইসকুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থী অনন্যা নন্দী, দ্বিতীয় শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী রৌনক ইসলাম এবং তৃতীয় হয়েছে শেরপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেনী পড়–য়া ওয়াজিহা শাকিরাহ। ঘ-গ্রুপে (৭ম-১০শ্রেনী, ষড়ঋতুর একটি) সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ৮ম শ্রেনীর ছাত্র সাউিল হক অয়ন প্রথম, আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী  কর্মা কর্মকার দ্বিতীয় এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যায়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী ফারহানা রউফ তৃতীয় স্থান অধিকার করেছে।

উল্লেখ্য, শেরপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় ১৯০৯ সালের ৩০ এপ্রিল (বাংলা পঞ্জিকামতে ১৬ বৈশাখ) বিপ্লবী রবি নিয়োগী জন্মগ্রহণ করেন। বিপ্লবী রবি নিয়োগী সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। যুগ যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ে লড়াকু সৈনিক বিপ্লবী রবি নিয়োগী ব্রিটিশ বিরোধী আন্দোলনে আন্দামান নির্বাসন দন্ডখেটেছেন। তিঁনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। অগ্নিযুগের সিংহ পুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান এই নেতা ২০০২ সালের ১০ মে ইহলোক ত্যাগ করেন।

Nenhum comentário encontrado


News Card Generator