close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিপিএলে ফরচুন বরিশালে ইতিমধ্যে ৬ বিদেশি ক্রিকেটার

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বিপিএল সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলটির হয়ে খেলেছেন অনেক বিদেশি তারকা ক্রিকেটার। আসন্ন আসর কে সামনে রেখে ইতিমধ্যে দল গুছানো শুরু করে দিয়েছে এই ফ্র‍্যান্সাইজি।..

গত বিপিএলে বরিশালে সবচেয়ে বড় তারকা ক্রিকেটার ছিলেন শাহিন শাহ আফ্রিদি। দলটিতে আরো ছিলেন মোহাম্মদ নবি, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফের মতো ক্রিকেটাররাও। 

দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, তারা ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন৷ দলের স্বার্থে এখন ই সেই ক্রিকেটারদের নাম প্রকাশ করতে চাননা বরিশাল। 

মিজানুর রহমান আরো বলেন, ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করবো না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে—যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে সে কে।'

প্রসঙ্গ আসে জিমি নিশাম কে নিয়েও। গত বিপিএলে ফাইনালের আগে এসেছিলেন তিনি। তবে ম্যাচ খেলা হয়নি। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। কারণ, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম খেলতেন। কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায়, স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি। তবুও, তিনি দলের সঙ্গে ছিলেন, উপভোগ করেছেন, এবং জয়ী দলে থেকে গুরুত্বপূর্ণভাবে পাশে থেকেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পনা করে।'

कोई टिप्पणी नहीं मिली