close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বিজিবির দৃঢ় অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সীমান্তে বিজিবির সতর্ক ও শক্ত অবস্থানের কারণে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রে
সীমান্তে বিজিবির সতর্ক ও শক্ত অবস্থানের কারণে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছিল। তবে বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের দৃঢ় অবস্থানের ফলে এসব কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত। তিনি এ প্রতিবাদে অংশ নেওয়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ধন্যবাদ জানান। বিএসএফের সঙ্গে আলোচনা চলছে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিএসএফের সঙ্গে বিজিবির যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ছাড়া, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে। কূটনৈতিক স্তরে দ্রুত সমাধানের আশাবাদও ব্যক্ত করেন তিনি। অসম চুক্তি বাতিলের উদ্যোগ তিনি বলেন, বিগত সরকারের সময়ে সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে যেসব অসম চুক্তি হয়েছিল, সেগুলো বাতিলের জন্য ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। সীমান্তে ১৫০ গজের বিধি মানতে হবে সীমান্তবর্তী এলাকায় ১৫০ গজের মধ্যে কোনো প্রতিরক্ষামূলক কাজ নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ-ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলি-১৯৭৫ অনুযায়ী শূন্যরেখার ১৫০ গজের মধ্যে যেকোনো উন্নয়নমূলক কার্যক্রমে উভয় দেশের সম্মতি প্রয়োজন।” বর্তমান সীমান্ত পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৪ হাজার ১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ৩ হাজার ২৭১ কিলোমিটারে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। বাকি ৮৮৫ কিলোমিটার জায়গায় এখনো বেড়া নির্মাণ করা হয়নি। তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবি ও স্থানীয় জনগণ কঠোর অবস্থানে রয়েছে। আমরা নিশ্চিত করছি, কোনো বিরূপ পরিস্থিতি সৃষ্টি না হয়। প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করা হবে।” সংবাদ সম্মেলনে উপস্থিতরা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্তে বাংলাদেশের অবস্থান শক্তিশালী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সীমান্তে আমাদের শক্তি অত্যন্ত সুদৃঢ়। বিজিবির পাশাপাশি সাধারণ জনগণও এই ইস্যুতে ঐক্যবদ্ধ। ভবিষ্যতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।” সীমানায় বিজিবির দৃঢ় পদক্ষেপে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Ingen kommentarer fundet


News Card Generator