close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিজয় দিবসে কেরানীগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা..

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারির ঢাল এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক সংগঠন।..

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই কেরানীগঞ্জ মডেল থানাধীন মনু বেপারির ঢাল এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক সংগঠনসমূহ। সকাল ৭টা থেকে প্রায় পৌনে ৮টা পর্যন্ত ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলে। এ সময় দুই শতাধিক প্রতিষ্ঠান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক, মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মো. সাহাবুদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ রাজস্ব সার্কেলের আফতাব আহমেদ, মডেল রাজস্ব সার্কেলের জান্নাতুল মাওয়া, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. সাইফুল আলম এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

No comments found


News Card Generator