শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস কর্তৃক ফ্রি ডায়াবেটিস টেস্ট ও সচেতনতা বৃদ্ধির প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর '২৫) মহান বিজয় দিবস উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস ও লিও অব ঢাকা ওয়েসিসের সার্বিক আয়োজনে সংসদ ভবন সংলগ্ন, চন্দ্রিমা উদ্যান, ঢাকায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম ও ডায়াবেটিস সচেতনতা সম্পর্কিত প্রোগাম অনুষ্ঠিত হয়।
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় ২০০ জন মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন করা হয় এবং তাদেরকে ডায়াবেটিসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হয়।
সমাজিক দায়বদ্ধতা ও মানবসেবার অঙ্গীকার থেকে পরিচালিত এই কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
উক্ত সেবা কার্যক্রমে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন —ক্লাব প্রেসিডেন্ট লায়ন শেখ সাকিল আহমদ, প্রাক্তন সভাপতি লায়ন এস. এম. শাহেদ হাসান পিএমজেএফ, লায়ন এস. এম. মেহেদী হাসান পিএমজেএফ, লায়ন মুর্শিদা খাতুন এমজেএফ, ১ম সহসভাপতি লায়ন শেখ আলতাফ মামুন, ক্লাব ট্রেজারার লায়ন আমিনুর রহমান রাসেল, লায়ন কামাল হোসেন, লিও ক্লাব সভাপতি লিও সোয়েব মাহমুদ,লিও রিয়াজুল ইসলাম, লিও রাহিমুল ইসলাম, লিও সাজিদ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন শেখ সাকিল আহমদ বলেন, "এই ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বরাবরের মতো ভবিষ্যতেও অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।



















