close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিইউবিটিতে জাঁকজমকভাবে শুরু হলো বিবিএ স্পোর্টস কার্নিভাল ২০২৫..

Alamin hosen suvo avatar   
Alamin hosen suvo
ঢাকায় বিইউবিটিতে বিবিএ স্পোর্টস কার্নিভাল ২০২৫-এ বিপুল উৎসাহে শুরু হয়েছে। উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী উদ্বোধন করেন এবং বলেন, 'খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক শক্তির পাশাপাশি নেতৃত্ব, দলগত..

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) প্রাঙ্গণে বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে বিবিএ স্পোর্টস কার্নিভাল ২০২৫। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ভাষণে উপাচার্য ড. শওকত আলী বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক শক্তির পাশাপাশি নেতৃত্ব, দলগত সহযোগিতা ও শৃঙ্খলা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব গুণ ভবিষ্যতের পেশাজীবী গড়ে তুলতে অপরিহার্য।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর পরিচালক প্রফেসর শান্তি নারায়ণ ঘোষ। তিনি বলেন, “একটি ভারসাম্যপূর্ণ একাডেমিক জীবনের জন্য খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। এগুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক।” আরেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন। তিনি বলেন, “স্বাস্থ্যকর প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সহানুভূতি তৈরি করে। এ ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং ক্রীড়াপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, বিবিএ স্পোর্টস কার্নিভাল ২০২৫-এ বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা ও স্পোর্টসম্যানশিপ তুলে ধরা হবে। এই ক্রীড়া উৎসবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একতা, উদ্দীপনা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator