Bạn từ 18 tuổi trở lên?
লালমনিরহাটের কালীগঞ্জে বইয়ের ভিতরে অভিনব কায়দায় গাঁজা বহনকালে মামুন হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মামুন লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকার নবির হোসেনের ছেলে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মামুন হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত সে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার ব্যবসার জন্য এখনই একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করুন!..
Quốc gia • 4,475 Lượt xem
Quốc gia • 3,745 Lượt xem
Quốc gia • 3,665 Lượt xem
Quốc gia • 3,407 Lượt xem
Quốc gia • 2,490 Lượt xem
Quốc gia • 2,166 Lượt xem
Quốc gia • 2,076 Lượt xem