বিএনপির কণ্ঠে আ.লীগের ফ্যাসিবাদী সুর": জামায়াতের গোলাম পরওয়ার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Jamaat-e-Islami Secretary General Professor Mia Golam Parwar accused BNP of echoing Awami League's "fascist tone." He promised a corruption-free 'Barakat's Bangladesh' an..

বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর, ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছি।"—এই মন্তব্য করে দেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার তালা ফুটবল মাঠে আয়োজিত ছাত্র-যুব বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর সমালোচনা করেন। গোলাম পরওয়ার বলেন, জামায়াত একটি ঘুষ-দুর্নীতি মুক্ত বরকতের বাংলাদেশ চায়। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াতের হাতে ক্ষমতা গেলে, তারা শাসক হবেন না, সেবক হবেন।

গোলাম পরওয়ার জোর দিয়ে বলেন, দেশের মানুষ এখন জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। তিনি দাবি করেন, সারা দেশে এখন দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে এবং এই জোয়ারকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে।

তিনি অতীত দিনের একটি ঘটনার উল্লেখ করে বলেন, তালার শিবিরের আমানুল্লাহ আমানকে বিএনপি ছাত্রদল গুলি করে হত্যা করেছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, যারা ইসলামি দল করে, ফ্যাসিস্ট সরকার তাদের ধরে ধরে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়েছে এবং বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে।

জামায়াতের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, জামায়াত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। রাষ্ট্র ক্ষমতায় গেলে লক্ষ লক্ষ তরুণকে কাজ দিয়ে দুর্নীতি মুক্ত একটি সোশ্যাল বাংলাদেশ তৈরি করতে চায়। তিনি প্রতিশ্রুতি দেন, এমন বিচার ব্যবস্থা সৃষ্টি করা হবে, যাতে দেশের মানুষ নিরাপদে থাকতে পারে।

দেশের রাজনীতিতে দুর্নীতি প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, মানুষ আমলীগ, বিএনপি ও জাতীয় পার্টির সরকার দেখেছে। ৫৪ বছরে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। কিন্তু মইনুদ্দিন সরকারও জামায়াতের দুর্নীতি খুঁজে পায়নি। জামায়াত এমনই একটি দল যেখানে ঘুষ দুর্নীতি থাকবে না; থাকবে আল্লার ভয়।

তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুরা নিরাপদ থাকবে। তিনি হিন্দুদের প্রতি আহ্বান জানান, তাদের ভোট দিয়ে জামায়াতকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিতে।

সমাবেশে তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মফিদুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা – ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাদ্দেস আব্দুল খালেক, সাতক্ষীরা – ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা রবিউল বাসার, খুলনা -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

لم يتم العثور على تعليقات


News Card Generator