বিএনপির যারা গত ১৭ বছর নির্যাতিত ছিল,আগামীতে তারাই নেতৃত্বে থাকবে- জাকির হোসেন বাবলু ..

Md Sohel Rana avatar   
Md Sohel Rana
ময়মনসিংহের মুক্তাগাছায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জাকির হোসেন বাবলু।..

মুক্তাগাছায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু বলেন,আমরা যারা নির্যাতিত গত ১৭ বছর,তারাই আমরা সামনের সারিতে নেতৃত্ব দিব,যারা নির্যাতিত না তারা যদি আমাদের দলে আসতে চাই,তাদের জন‍্য দরজা খোলা আছে কিন্তু তাদেরকে পিছনের সারিতে বসতে হবে।

দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মাহবুবুল আলম কাজী রিপনের সভাপতিত্বে এবং মুক্তাগাছা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.রফিকুল হাসান জনির সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন সরকার। 

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.কামরুজ্জামান লেবু,এ.কে.এম. জাহাঙ্গীর হাসান,যুগ্ম আহ্বায়ক মো.মতিউর রহমান খোকন,পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম শহীদ,সাধারণ সম্পাদক মো.মুর্শিদুজ্জামান খান সাইফুল,যুগ্ম-আহবায়ক,মো.হাফিজুর রহমান খান মঞ্জু,সাংগঠনিক সম্পাদক মো.হাবিবুর রহমান হবি ও আরিফ রব্বানী টুটুলসহ ময়মনসিংহ জেলা ও উপজেলা বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেলায় জামালপুর মাহীম পারভেজ ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছেন ময়মনসিংহ সদরের বেগুনবাড়ী বয়েজ স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

Tidak ada komentar yang ditemukan