close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিএনপির দাঁত থাকলেও কামড় নেই: ব্যারিস্টার শামীম পাটোয়ারীর টকশোতোলপাড় বিশ্লেষণ!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজনীতি, অথচ বিএনপির রহস্যজনক নীরবতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বললেন, “দাঁত আছে, কিন্তু কামড় নেই!” এ নিয়ে র..

বিএনপির দাঁত আছে, কিন্তু কামড় দিতে পারে না—টেলিভিশনের এক টকশোতে এই তীব্র মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এমন একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ ইস্যুতে বিএনপি আশ্চর্যজনকভাবে প্রথম দুই দিন নীরব ছিল। তারা কোনো রাজনৈতিক অবস্থান নেয়নি বা জনমত তৈরি করার জন্য মাঠে নামেনি, যা তাদের রাজনৈতিক অকার্যকারিতা ও নেতৃত্বহীনতার চিত্র স্পষ্ট করে দেয়।”

শামীম পাটোয়ারীর ভাষায়, “বিএনপির দাঁত ঠিকই আছে, কিন্তু এখন আর তারা কামড় দিতে পারছে না। জনগণ আশায় ছিল—বিএনপি অন্তত এই ইস্যুতে কিছু বলবে, কিছু করবে। অথচ তারা চুপ থেকেছে। এই ধরনের প্যাসিভ পলিটিক্স জনগণের মধ্যে হতাশা তৈরি করে।”

তিনি আরও বলেন, “বিএনপি সম্প্রতি মেয়র নির্বাচন নিয়েও আন্দোলনের ঘোষণা দিয়েছিল। কিন্তু তার ফলাফল কোথায়? জনগণ কোনো বাস্তব পরিবর্তন বা চাপ সৃষ্টি দেখল না। তাদের আন্দোলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছেই।”

ড. ইউনূসকে ঘিরে সময় নির্ধারণ নিয়ে শঙ্কা

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে ব্যারিস্টার শামীম হায়দার বলেন, “তিনি একজন সম্মানিত ও ক্যারিশমাটিক ব্যক্তিত্ব। কিন্তু ২০২৬ সালের জুনে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেওয়াটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ।” তিনি মন্তব্য করেন, “যদি নিরপেক্ষ নির্বাচনই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ২০২৫ সালের ডিসেম্বরে বা ২০২৬ সালের মার্চে নির্বাচন আয়োজনের কথা বলা যেত। কিন্তু জুন? এই সময় তো দেশে বর্ষা মৌসুম। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে দেশের বহু অঞ্চলে নির্বাচন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।”

তিনি আশঙ্কা প্রকাশ করেন, “জুন মাসে জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হয়ে উঠতে পারে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর বাস্তবতা বিবেচনায় না নিয়ে সময় নির্ধারণ করা হলে সেটি কৌশলগত ভুল হতে পারে।”

ইউনূসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

শামীম হায়দার বলেন, “আমি এটা বলছি না যে ড. ইউনূস সরকার গঠনের কোনো অভিলাষে এই সময় প্রস্তাব দিয়েছেন, কিন্তু সময় নির্ধারণটি স্বাভাবিক মনে হচ্ছে না। এটি নিছক গণতান্ত্রিক পরিকল্পনা, নাকি এর পেছনে অন্য কোনো স্ট্র্যাটেজিক চিন্তা আছে, তা এখনই বলা কঠিন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে।”

বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে ব্যারিস্টার শামীম হায়দারের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি যেভাবে বিএনপির কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন, তা কেবল দলের জন্যই নয়—দেশের রাজনীতিতে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে।

Keine Kommentare gefunden