close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিএনপি প্রধান উপদেষ্টাকে নির্বাচনের জন্য চাপ দিয়ে বিব্রত করছে : যুবশক্তি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির যুবসংগঠন ‘যুবশক্তি’ অভিযোগ করেছে, বিএনপি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নির্বাচনে অংশ নিতে চাপ প্রয়োগ করে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করছে। তারা বলছে, এ অবস্থা বদলাতে প্রয়োজন সংস্কারের..

বিএনপি নির্বাচনে চাপ দিচ্ছে, বিব্রত ড. ইউনূস: পাল্টা কৌশলে মাঠে ‘যুবশক্তি’

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির রাজনীতির কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তি’। সংগঠনটির দাবি, বিএনপি নির্বাচনী মাঠে নামাতে মরিয়া হয়ে উঠেছে তাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। অথচ দলটি এখনো পর্যন্ত দেশের বিচার ও রাজনৈতিক সংস্কার সংক্রান্ত কোনো সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করতে পারেনি।

শনিবার (২৪ মে) জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ অভিযোগ করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তার বক্তব্যে উঠে আসে রাজনৈতিক স্বার্থের জন্য কীভাবে বিএনপি দেশের একজন নোবেলজয়ী ব্যক্তিত্বকে রাজনৈতিক ফাঁদে ফেলতে চাইছে।

‘যুবশক্তি ক্ষমতার হাতিয়ার নয়’

তারিকুল ইসলাম বলেন, “আমরা অন্য কোনো রাজনৈতিক দলের যুবসংগঠনের মতো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হতে চাই না। বরং আমরা দেশের যুব সমাজের সমস্যা চিহ্নিত করে তাদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বর্তমানে যারা সংস্কারের কথা বলে, তারা নিজেরাই জবাবদিহির সংস্কৃতি এড়িয়ে চলছে। তারা ড. ইউনূসকে নির্বাচনমুখী করতে চায়, কিন্তু ন্যূনতম নৈতিক কাঠামো উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে।”

‘জুলাই ঘোষণাপত্র দিতে হবে’—সরকারের প্রতি আহ্বান

এ সময় তিনি সরকারের দিকেও আহ্বান জানান, যাতে জুলাই ঘোষণাপত্র দ্রুত প্রকাশ করা হয়। তারিকুল ইসলাম বলেন, “এটি শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং একটি জাতীয় প্রয়োজন। কারণ এই ইস্যুতে বহু অশুভ শক্তি রাজপথে সক্রিয় হয়ে উঠেছে। তাদের প্রতিহত করতেই আমরা দেশব্যাপী যুব মার্চের প্রস্তুতি নিচ্ছি।”

‘ভিন্ন মাত্রার সংগঠন গড়ে তোলার চেষ্টা’

সংগঠনটির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, “আমরা চাই, যুবশক্তির মাধ্যমে দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী রাষ্ট্র ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করুক। আমরা রাজনীতিকে চাটুকারিতার বাইরে নিয়ে গিয়ে একটি নতুন ধারার নেতৃত্ব তৈরির চেষ্টা করছি।”

তার ভাষ্য, “এই সংগঠন শুধুমাত্র প্রতিবাদ নয়, বিকল্প প্রস্তাব, বাস্তব কৌশল এবং তরুণ নেতৃত্ব গঠনের রূপরেখা নিয়ে এগোচ্ছে।”

নীরবতা, দোয়া ও প্রতিজ্ঞা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা। তারা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করেন।

পরে দুপুরে তারা রায়ের বাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন। সেখানে বক্তারা বলেন, ইতিহাসের ভুল থেকে শিক্ষা নিয়েই যুবশক্তি এগিয়ে যেতে চায়।


 

রাজনৈতিক অস্থিরতার এই সময়ে জাতীয় যুবশক্তি তাদের অবস্থান স্পষ্ট করে দিল। তারা শুধু সমালোচনায় থেমে থাকতে চায় না, বরং দাবি আদায়ের জন্য মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। একদিকে বিএনপির কৌশল নিয়ে প্রশ্ন, অন্যদিকে সরকারের কাছ থেকে ঘোষণাপত্রের দাবি—সবমিলিয়ে রাজনৈতিক মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে এই বক্তব্য।

کوئی تبصرہ نہیں ملا