close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিএনপি ক্ষমতায় এলে কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক: আমীর খসরু

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক। প্রতিটি মিশনকে বাণিজ্য প্রসার এবং প্রবাসীদের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক। প্রতিটি মিশনকে বাণিজ্য প্রসার এবং প্রবাসীদের সঙ্গে সঠিক সম্পৃক্ততার মাধ্যমে অগ্রগতির প্রতিবেদন দেওয়ার দায়িত্ব নিতে হবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অর্থনীতি ও কূটনীতি নিয়ে পরিকল্পনা আমীর খসরু বলেন, "আমাদের লক্ষ্য হবে একটি গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে অর্থনীতি অলিগার্কদের নিয়ন্ত্রণে চলে গেছে। তাদের সীমাবদ্ধ অর্থনৈতিক নীতির কারণে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের উদার রাজনীতি ও মুক্ত বাণিজ্যকে অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।" তিনি আরও বলেন, "দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বাংলাদেশে বিনিয়োগের বর্তমান পরিবেশ ভালো, তবে এটিকে আরও উন্নত করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।" প্রত্যেক খাতের সমান সুযোগ প্রয়োজন আমীর খসরু সমালোচনা করে বলেন, "সব বড় সুযোগ-সুবিধা কেন শুধু পোশাক খাত পাবে? অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান গুরুত্ব দিতে হবে। সমতা নিশ্চিত করা গেলে ব্যবসার খরচও স্বাভাবিক নিয়মে কমে আসবে।" ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সঠিক ব্যবহার তিনি বলেন, "তরুণদের দক্ষতা বাড়াতে হবে। দক্ষ কর্মী বাহিনী তৈরি না হলে জনসংখ্যার সুবিধা কাজে আসবে না।" অনুষ্ঠানে যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই), বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং প্রশাসক মো. আনোয়ার হোসেন বক্তব্য দেন।
কোন মন্তব্য পাওয়া যায়নি