close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিএনপি ক্ষমতায় এলে হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে: আনিসুল হক..

আহনাফ হোসেন avatar   
আহনাফ হোসেন
****

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকায় হাওরবাসীর জীবনমানের তেমন কোনো উন্নয়ন হয়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।”

সোমবার(১৭ নভেম্বর)  বিকেলে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে নির্বাচনী জনসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, “আমাদের এই হাওরাঞ্চল শুধু যোগাযোগ নয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বহুদিন ধরে পিছিয়ে রয়েছে। আগামী দিনে যদি আমি নির্বাচিত হতে পারি, প্রতিটি উপজেলায় আধুনিক চিকিৎসার জন্য উন্নত সরঞ্জাম ও প্রশিক্ষিত চিকিৎসকের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কারিগরি শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে হাওরাঞ্চলের মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,“আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। আপনাদের সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্র চিহ্নিত করা হবে। আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, জৈষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু,আবুল বাশার, মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা আবুল কালাম,
উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মোসাব্বির তালুকদার সাগরসহ  বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Nessun commento trovato


News Card Generator