close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
At a public rally in Netrokona, Islami Andolan leader Faizul Karim accused BNP of extortion, murder, and abuse, warning about their conduct before coming to power.

নেত্রকোনায় এক গণসমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করীম বিএনপিকে চাঁদাবাজ, খুন ও নির্যাতনের সাথে জড়িত বলে কঠোর সমালোচনা করেছেন।

নেত্রকোনায় অনুষ্ঠিত এক গণসমাবেশে বিএনপিকে ‘চাঁদাবাজের দল’ আখ্যা দিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি অভিযোগ করেন, বিএনপি শুধু চাঁদাবাজিতেই সীমাবদ্ধ নয়— চাঁদার জন্য খুন এবং চাঁদা না দিলে ভয়াবহ অপরাধেও জড়াচ্ছে। এমনকি চাঁদা না দেওয়ায় ভোলায় এক দুঃখজনক ঘটনায় স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নেত্রকোনা জেলা শাখার আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারা দেশে খুন-লুণ্ঠন-চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

ফয়জুল করীম বলেন, “আজ বিএনপির ছাত্রদল নেতাকর্মীরা একে অপরকে হত্যা করছে। তারা টর্চার সেল গঠন করেছে, যেখানে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। যুবদল ও ছাত্রদলের নেতাদের হত্যা করা হচ্ছে, পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। এমনকি এক বিএনপি নেতা থানার ওসিকে সরাসরি হুমকি দিয়েছে, তাদের নির্দেশ অনুযায়ী কাজ না করলে পরিণতি ভোগ করতে হবে। ক্ষমতায় যাওয়ার আগেই যদি তাদের এ অবস্থা হয়, তাহলে ক্ষমতায় গেলে তারা কী করবে তা সহজেই অনুমেয়।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে বহু মামলা হয়েছে বলে অভিযোগ করলেও, বাস্তবে তাদের বিরুদ্ধে আরও বেশি মামলা হওয়া উচিত ছিল।

গণসমাবেশে তিনি নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমী। সঞ্চালনায় ছিলেন মুফতি ওয়ালি উল্লাহ ও ওমর ফারুক।

এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন— ইসলামী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক মোর্শেদ, ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উপদেষ্টা আব্দুল কাইয়ূম, ইসলামী ঐক্যজোটের সম্পাদক আবু সায়েম এবং জেলা জামায়াতে ইসলামীর সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান।

সমাবেশ জুড়ে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, চাঁদাবাজি, খুন এবং নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

コメントがありません