close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিএনপি ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে  বদ্ধপরিকর: ওবায়দুর রহমান চন্দন..

Abu Raihan avatar   
Abu Raihan
****
বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে  ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আমরা নারীদেরও ব্যবসায় সম্পৃক্ত করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আগামীদিনে আমরা  ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে  বদ্ধপরিকর।
 
বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
সভায় আরও বক্তব্য দেন, জয়পুরহাট জেলা বিএনপি'র আহবায়ক গোলজার হোসেন,সিনিয় যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আব্দুল ওহাব, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারী ও আনোয়ারুল হকসহ অন্যান্যরা।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator