বিএমপির এয়ারপোর্ট থানার অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ..

Md Rakib avatar   
Md Rakib
****

বিএমপির এয়ারপোর্ট থানার অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার 

[০১ জুলাই ২০২৫]

উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর /উত্তর/ ডিবি ) জনাব সুশান্ত সরকার, পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা জনাব মোঃ জাকির সিকদার এর নের্তৃত্বে এসআই/মোঃ আল আমিন নাইম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আজ ০১-০৭-২৫ খ্রিঃ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রাত ০২ঃ৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন রাজ্জাক খান সড়ক হতে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী মোঃ জসিম আকন(৪০) পিতা-আশরাফ আলী আকন, গ্রাম- বাঘিয়া, থানা-এয়ারপোর্ট জেলা- বরিশাল কে গ্রেফতার করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator