close
লাইক দিন পয়েন্ট জিতুন!
বিডিআর হত্যাকাণ্ডের বিচারে গড়িমসি: আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা মাহিন সরকারের


বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। তিনি ভিকটিম পরিবারদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক বার্তায় এ ঘোষণা দেন মাহিন। তার ঘোষণার ভিত্তিতে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে ‘সচেতন ছাত্র-নাগরিক’ ব্যানারে এই কর্মসূচি শুরু হবে।
ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, “দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হলেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এই অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতার প্রমাণ। বিচারের জন্য কমিশন গঠনে গড়িমসি করে সরকার জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে, যা স্পষ্টতই প্রহসনের শামিল।”
তিনি আরও বলেন, “অপরদিকে, মুক্তিযুদ্ধে অর্জিত আমাদের বিজয়কে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের নিজস্ব অর্জন হিসেবে প্রচার করছে, যা ইতিহাস বিকৃতির শামিল। সরকারের উচিত ছিল এর স্পষ্ট প্রতিবাদ জানানো। কিন্তু সরকার এ বিষয়ে অবহেলা করছে, যা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি।"
এ পরিস্থিতিতে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে মাহিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের একজন ক্ষুদ্র অংশীদার হিসেবে আমি দৃঢ়ভাবে বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই। আগামীকাল আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। কেউ না এলেও, এমনকি সমগ্র বাংলাদেশের একজন মানুষও যদি আমার পক্ষে না থাকে, তবুও আমি আমার অবস্থান থেকে একচুলও নড়বো না।”
মাহিন সরকারের এই আহ্বানের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই তার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ সরকারের দায়িত্বহীনতার সমালোচনা করেছেন।
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘ সময় ধরে বিচারহীনতার অভিযোগ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মাহিন সরকারের এই ঘোষণা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আগামীকাল আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি কতটা সফল হয়, তা এখন সময়ের অপেক্ষা।
Комментариев нет