close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিদেশি বিনিয়োগে শেখ হাসিনার আমলে স্থবিরতা: ড. দেবপ্রিয়ের শ্বেতপত্রে তীর্যক মন্তব্য

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বেসরকারি খাতে যেমন বিনিয়োগের আশানুরূপ প্রবৃদ্ধি হয়নি, তেমনি বিদেশি বিনিয়োগেও কোন অগ্রগতি দেখা যায়নি। রবিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "সব ধরনের সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার দ্রুততম সময়ে করা সম্ভব কি না, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আমাদের রাজনৈতিক পথচলাকে কতটা সহজ ও সুগম করা যাবে, তা পুরোপুরি নির্ভর করছে অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করার ওপর।" এ প্রসঙ্গে তিনি আরও জানান, অর্থনৈতিক উন্নয়নের জন্য মধ্যমেয়াদি পরিকল্পনা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিনিয়োগের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আসে। এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর যে নতুন বাস্তবতা তৈরি হবে, সেখানে বিনিয়োগগুলো কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায়, তা নিশ্চিত করতে হবে।" ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ড. দেবপ্রিয় বলেন, অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা ছাড়া বিকল্প নেই। একইসঙ্গে তিনি দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
Inga kommentarer hittades


News Card Generator