close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
গুলশান থানার অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।..

ঢাকা, ১৫ জুলাই:

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে ১৪১ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ১৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার খায়রুল বাশারকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) খালিদ সাইফুল্লাহ তাকে ঢাকা মহানগরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ’র আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামির উপস্থিতিতে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, খায়রুল বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন এবং ছেলে আরশ ইবনে বাশার মিলে চটকদার বিজ্ঞাপন ও মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর কথা বলে ১৪১ শিক্ষার্থীর কাছ থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা আত্মসাৎ করেন তারা।

উল্লেখ্য, গত ৪ মে সিআইডির এসআই রুহুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে ২০২৩ সালের ১৭ অক্টোবর রাজধানীতে একদল শিক্ষার্থী তাদের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে বিক্ষোভ করেন।

অন্যদিকে, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির তারিখ আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ আরও অনেকে। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে, চলতি বছরের ১ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি (লিভ টু আপিল) দেন আপিল বিভাগ।

Ingen kommentarer fundet


News Card Generator