close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে 'আসন্ন ঈদুল আযহা'২৫' উপলক্ষে রোড শো..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে 'আসন্ন ঈদুল আযহা'২৫' উপলক্ষে রোড শো অনুষ্ঠিত করেছে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে "আসন্ন ঈদুল আযহা'২৫" উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে '২৫) সকালে শহরের অদূরে লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয় এর সামনে  পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ সাতক্ষীরার যৌথ আয়োজনে স্কুলের ছেলেমেয়ে, স্থানীয় এলাকায় ঘরেফেরা/ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়। 

বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত রোড শোতে ছাত্র-ছাত্রী, পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) কে এম মাহবুব কবীর। 

রোড শো তে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, বিআরটিএ’র সাতক্ষীরার সার্কেলের উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন।

রোড শোতে স্থানীয় জনগণ ও স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও  সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

Inga kommentarer hittades


News Card Generator