টাঙ্গাইলের ভূঞাপুরে সেনাবাহিনীর অভিযানে গাজা ও হেরোইন সহ ৩ জন মাদক কারবারি আটক।
৬ মে সকালে উপজেলার মাইজবাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ভূঞাপুর সেনা ক্যাম্প টু- আইসি লেফটেন্যান্ট সায়েম খান আলিফ।
এতে উপস্থিত ছিলেন, থানা পুলিশের এসআই সুমন সঙ্গীয় পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলেন, মাইজবাড়ি এলাকার মৃত কলিম শেখের ছেলে শহিদ (৬৫), একই এলাকার মৃতঃ মাখন সাধুর ছেলে শাহরিয়ার মাহবুব (৩২) ও পৌর শহরের বাহাদীপুর এলাকার মোঃ ওয়াজেদ আলীর ছেলে লিটন (৩২)।
জানা যায়, দীর্ঘদিন যাবত মাইজবাড়ি এলাকায় শহিদ ও মাহবুব দুজনেই গাজা, হিরোইন বিক্রি করে আসছিল। পরে সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজন ব্যবসায়ী সহ একজন খদ্দেরকে আটক করে ভূঞাপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। তাদের কাছ থেকে ৮ পুরা হিরোইন ও ৩ পুরা গাজা জব্দ করা হয়।



















