close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভূজপুরে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সেলাই মেশিন-হুইল চেয়ার বিতরণ..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
আসগর সালেহী

ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে ফটিকছড়ির ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক মাদ্রাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২৫টি সেলাই মেশিন ও ১৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বিশিষ্ট দাতা প্রতিষ্ঠান জাকাত ফাউন্ডেশন-এর চেয়ারম্যান, সমাজসেবক ও দানবীর আল্লামা শায়খ আহমদ হাসান আল গাল্লাফ হাফিজাহুল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত। এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার, সমাজসেবক ও শিক্ষানুরাগী আল্লামা শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, ভূজপুর জামিয়ার শিক্ষকবৃন্দ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনোনীত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শেখ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা নিজাম উদ্দীনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপকৃত পরিবারগুলো সেলাই মেশিন ও হুইল চেয়ার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের জন্য দোয়া করেন। আয়োজকরা জানান, এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বেশি পরিবারকে সহযোগিতা করা হবে।

No comments found


News Card Generator