বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঠিক আগমুহূর্তে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে মিজানুর রহমান নামের ওই ব্যক্তিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দক্ষিণ বিভাগ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বার কাউন্সিল কর্তৃপক্ষ পরীক্ষার গোপনীয়তা রক্ষায় আশঙ্কা প্রকাশ করে ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর বিষয়ে অভিযোগ জমা দেয়। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ বার কাউন্সিল এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ শুক্রবার অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে।
এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একধরনের উৎকণ্ঠা দেখা দিলেও, পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজন অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে বার কাউন্সিল।
তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে সংশ্লিষ্ট দপ্তর থেকে সময়মতো ব্রিফিং করা হবে বলে জানা গেছে।