close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভোটের অধিকার নিশ্চিত করতে চায় দেশের জনগণ: মাহবুবুর রহমান

Abdus Samad avatar   
Abdus Samad
ভোটের অধিকার নিশ্চিত করতে চায় দেশের জনগণ: মাহবুবুর রহমান

 

আব্দুস সামাদ আফিন্দী ,বিশেষ প্রতিনিধি ::

সুনামগঞ্জ-১ সংসদীয় আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান বলেছেন, “দেশের জনগণ ভোট দিতে চায়, ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা আর সহ্য করা হবে না।”

তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করছি। বিএনপি পরিবারের সন্তান হিসেবে আমৃত্যু দলের জন্য কাজ করে যাব। ৫ আগস্টের জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা একত্রে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। কিন্তু বিগত সতের বছরে জনগণ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিকূল সময়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও আপসহীন থেকেছেন। তারেক রহমান দলের হাল ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। তাঁর ৩২ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে সুনামগঞ্জ-১ আসনটি পুনরুদ্ধার করে বিএনপিকে উপহার দেব। হাওর জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থা নিয়ে আমার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, যা জনগণের সহযোগিতায় বাস্তবায়ন করতে চাই।”

তিনি দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকতে পারে, তবে তা যেন কখনো প্রতিহিংসায় পরিণত না হয়। দল যাকেই মনোনয়ন দিক, সকলকে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বুধবার (১১ জুন) ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য দেন:
মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, হাফিজুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম শিকদার, আহ্বায়ক লিয়াকত আলী মোড়ল, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন, মধ্যনগর উপজেলা যুবদলের সাইফুল, সাজিবুল, স্বেচ্ছাসেবক দলের রুকন উদ্দিন, সেকুল আহমদ, ছাত্রদলের মিজানুর রহমান মিনু, সাগর আহমদ, জামালগঞ্জ উপজেলা যুবদলের মোজাম্মেল হক স্বপন, স্বেচ্ছাসেবক দলের ওয়াহিদুর রহমান ও ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান।

সভা শেষে হাজারো জনতা মিছিল সহকারে মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেন।
পরে তিনি ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলী আমজদের কবর জিয়ারত করেন।

 

 

Nenhum comentário encontrado