আগামীকাল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে দারুণ উৎসাহ-উদ্দীপনা। টিকিট সংগ্রহ নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ দেখা গেছে।
মাঠের লড়াইয়ের আগে ভক্তদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানানো হয়েছে, ম্যাচের দিন অর্থাৎ আগামীকাল দুপুর ২টায় স্টেডিয়ামের গেট খোলা হবে। টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে। টিকিটধারী দর্শকদের জন্য নির্ধারিত হয়েছে জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেট। দর্শকদেরকে অনুরোধ করা হয়েছে, দৈনিক বাংলা থেকে শুরু করে রাজউক ভবন পর্যন্ত সারিবদ্ধভাবে দুটি লেনে দাঁড়াতে। এর মধ্যে একটি লেন সাধারণ যান চলাচলের জন্য খোলা রাখা হবে।
তবে এই বিশেষ ব্যবস্থা সব সময়ের জন্য নয়। ঈদের ছুটি ও আশপাশের অফিস বন্ধ থাকার কারণে এককালীনভাবে এই সুবিধা দেওয়া হচ্ছে।