ভিন্ন এক সিয়ামের আবির্ভাব 'জংলি' সিনেমার টিজারে...

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
এমন সিয়াম কে পূর্বে কখনো কেউ দেখেনি। উস্কো খুশখো চুল, চোখে মুখে হিং'স্রতা, পরনে লুঙ্গি পুরোদস্তুর ভয়ং'কর বেশে সিয়াম নিজেকে মেলে ধরেছে 'জংলির' টিজারে।..

ঈদুল ফিতর ও ঈদুল আযহা কে কেন্দ্র করে নতুন নতুন সিনেমা প্রচারের প্রতিযোগিতা চলে সব সময়। এবারও তার ব্যতিক্রম নয় আসন্ন ঈদের ছবির প্রচারণায় সর্বপ্রথমে মাঠে নেমেছে জংলি।জংলি টিম ইউনিক পোস্টার, রোমান্টিক গান, প্রি-টিজ পূর্বেই প্রকাশ করে দর্শকদের নজড় কেড়েছিলে। ইতিমধ্যে টাইগার মিডিয়ার ইউটিউব ফেসবুক এ প্রকাশ করা হয় এক মিনিট ১১ সেকেন্ডের টিজার।

জংলীর প্রথম লুক পোস্টার দেখে অনেকেই মন্তব্য করেছিলেন যে পুস্পার আদলে সিনেমাটি তৈরি করা হয়েছে। এবার যেন সিয়ামের মুখ থেকেই টিজারে পপ কালচারের রেফারেন্সে জবাব এলো,  ‘পুষ্পা? কাবীর সিং? অ্যাহহে! জংলি’! সম্পূর্ণ টিজারে সিয়াম হাজির হয়েছেন উগ্র ও মারকাটারি রূপে। অভিনয় দক্ষতা দ্বারা বুঝিয়েছেন নকলের মোড়ক থেকে বের হয়ে দেশীয় গল্পে দেশীয় নির্মাণ শিল্পে চমৎকার সিনেমা দর্শকদের উপহার দেওয়া সম্ভব। এতদিন সিনেমার প্রচার-প্রচারণায় বুবলিকেট দৃশ্যায়ন করা না হলেও তার এক ঝলক দেখা গেছে টিজারে। এ থেকে বোঝা গেছে বুবলির চরিত্রের গুরুত্ব। এছাড়াও টিচারের শেষ দৃশ্য নিয়ে তৈরি হয়েছে আরেক রহস্য। সিয়ামের সাথে বুবলি ও দিঘী আলোচনার কেন্দ্রে থাকলেও টিজারে সিয়ামের সঙ্গে দেখা গেছে আরেক শিশু শিল্পীকে।

ধারণা করা হচ্ছে জংলি গল্পের মূল প্লটে হয়তো এই শিশুশিল্পীর শক্ত অবস্থান রয়েছে। যদিও এ বিষয়টিকে ধোয়াশার মধ্যেই রেখেছে জংলি টিম। যা হয়তো  স্পষ্ট হবে  সিনেমা হলের পর্দায়।

Nenhum comentário encontrado