close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরায় ঈদ পরবর্তী বাড়তি ভাড়া তদারকিতে পরিবহণ কাউন্টারে মনিটারিং..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরায় পরিবহন কাউন্টারে মনিটারিং ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার বিতরণ করা হয়েছে..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 
 
ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরায় পরিবহন কাউন্টারে মনিটারিং ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার বিতরণ করা হয়েছে। 
 
সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ, মালিক ও শ্রমিক সংগঠনসহ বিআরটিএ'র সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া সকল ঢাকা গামি পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ, ভালো ব্যবহার এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রতিটি পরিবহণ কাউন্টারে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানোসহ বিতরণ করা হয়।
 
ভিজিলেন্স টিম কর্তৃক রবিবার (০৮ জুন '২৫) দুপুরে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিংসহ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানো ও বিতরণ করা হয়।
 
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর জানান, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পরবর্তী ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে ও নিরাপদ ভাবে মানুষের ঘরে ফেরা ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আলোকে বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান মোঃ ইয়াছিন এর নির্দেশনা ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এবং সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের পরিচালনায় ভিজিলেন্স টিম কর্তৃক পরিবহন কাউন্টার গুলোতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী সাধারণগনের সাথে ভালো আচরণ হচ্ছে কিনা মনিটারিং এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করুন সম্বলিত স্টিকার লাগানো ও বিতরণ করা হয়েছে।
 
তিনি আরো বলেন, এ টিমের কার্যক্রম ঈদ পরবর্তী চলমান থাকবে।
نظری یافت نشد


News Card Generator