অভিযানের অংশ হিসেবে (২০ মার্চ) বাংলাদেশ কোস্টগার্ডের উদ্যোগে নৌবাহিনী, নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌ পুলিশের উদ্যোগে অভিযানের এলাকা সমুহ ছিল, বঙ্গোপসাগরের হিরণপয়েন্ট, হারবারিয়া, বাগেরহাটের মোংলা, রূপসা ও নওয়াপাড়া বিষয়ে বাংলাদেশেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান ভোজ্যতেল ও অন্যান্য খাদ্যসামগ্রী বহনকারী জাহাজ-লাইটার সমুহ যাতে ভাসমান গুদামে পরিনত হতে না পারে সে লক্ষ্যে এ মোবাইল কোর্ট করিচালনা করা হচ্ছে।দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ডের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।এ ছাড়াও নদীতে যাতে কোন নৌ দুর্ঘটনার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকেও খেয়াল রাখার আশাবাদ ব্যক্ত করেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।
পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বহিঃনোঙর ও অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
..

Akm Kaysarul Alam
לִפנֵי 25 ימים
Goods and
0
0
תשובה
להראות יותר