অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহীনি, নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌপুলিশের সমন্বয়ে বঙ্গোপসাগরের হিরণপয়েন্ট, হারবারিয়া,বাগেরহাটের মোংলা,আংটিহারা,রূপসা ও নওয়াপাড়া নোঙর এরাকা সংলগ্ন নৌরুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, ভোজ্যতেল ও অন্যান্য খাদ্য দ্রবাদি বহনকারী জাহাজ/লাইটার সমুহ যাতে ভাসমান গুদামে পরিনত হতে না পারে সে লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। দেমের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এ এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।