ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি: নবনিযুক্ত গভর্নরের ইমেইলে রহস্যময় বার্তা
 
			 
				
					ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি: তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ
ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)-তে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নবনিযুক্ত আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে রুশ ভাষায় লেখা এই হুমকি বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ নিয়ে মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার এই ধরনের হুমকির ঘটনা ঘটল। শুক্রবার (১৩ ডিসেম্বর) এই ঘটনা নিয়ে পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
রিজার্ভ ব্যাংকে বিস্ফোরণের হুমকি
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি ইমেইল বার্তার মাধ্যমে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। এই ইমেইলটি রুশ ভাষায় লেখা ছিল, যাতে স্পষ্টভাবে ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এদিকে, মুম্বাই পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল ঠিকানাতেও সতর্কবার্তাটি পাঠানো হয়েছে। বিষয়টি জানতে পেরে রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই মুম্বাই পুলিশে অভিযোগ দায়ের করেছে।
মুম্বাই পুলিশের তৎপরতা
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাতা রমাবাই মার্গ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজনদের খোঁজে তৎপরতা চালাচ্ছে।
মুম্বাই পুলিশের জোন-১ ডিসিপি সংবাদমাধ্যমকে জানিয়েছেন,
“রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে একটি রুশ ভাষায় লেখা ইমেইল পাঠানো হয়েছে, যাতে ব্যাংক উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত চলছে।”
পুলিশের ধারণা, এই হুমকির পেছনে ভিপিএন (VPN) ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ভিপিএন প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা তাদের আইপি অ্যাড্রেস ও ভৌগোলিক অবস্থান গোপন রাখার চেষ্টা করতে পারে। ফলে তদন্তকারীদের সামনে চ্যালেঞ্জ আরও বেড়ে গেছে।
নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রা
উল্লেখ্য, কয়েকদিন আগেই আরবিআই-এর গভর্নর পদে পরিবর্তন হয়েছে। ভারতের ২৬তম গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রা দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি টানা ৬ বছর গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন।
সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের একজন অভিজ্ঞ আইএএস কর্মকর্তা। সম্প্রতি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়।
উদ্বেগ বাড়ছে, তদন্ত চলছে
আরবিআই-এর মতো ভারতের শীর্ষ ব্যাংকে বোমা হামলার হুমকির ঘটনা বেশ উদ্বেগজনক। এক মাসের মধ্যে একই ধরনের হুমকি পাওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনের মূল ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ঘটনার পর ভারতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। দেশের আর্থিক নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				Nema komentara
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			