close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ভারতের আটক ৬ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৬ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 


ভারতে আটক ৬ বাংলাদেশী নাগরিককে বিজিবি'র কাছে হস্তান্তর করেছে, বিএসএফ।

সোমবার (২ জুন '২৫) বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপর এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায় অনুষ্ঠিত এক পাতাশ বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের মেইন পিসার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স  পিলার ৭ ও ৮ এর মধ্যবর্তী স্থান হতে ৫০ গজ ভারতের অভ্যান্তরে বসিরহাট মহকুমার সরুপনগর থানার হাকিমপুর নামক স্থানে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের মাদরা কোম্পানী কমান্ডার সবেদার মোঃ শাহ আলম এবং ভারতের ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে হাকিমপুর কোম্পানি কমান্ডার এসি স্বজন দ্বীপ। পতাকা বৈঠক শেষে বাংলাদেশী ছয় নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে পরে সোমবার সন্ধ্যায় তাদেরকে কলারোয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর কবে বিজিবি।

হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা হলো, নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মৃত আলতাবের স্ত্রী জুরি বেগম (৭০), একই গ্রামের মৃত ইসহাক শেখের মেয়ে সালমা বেগম (৪১), ফারুক শেখের ছেলে আসিব শেখ (১১) ও সাকিব শেখ (৪), টাঙ্গাইল জেলার সদর থানার ভাতকড়া গ্রামের আফসার উদ্দিন শেখর মেয়ে মোছাঃ মরিয়ম খাতুন (৪৩), ও পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মাছুয়াখালী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ঝর্না বেগম (৪২)।

বিজিবি সূত্র জানায়, হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকরা কাজের সুবাদে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করতেন। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফের আহবানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আটকৃতদের নাম ঠিকানা যাচাই করার পর তাদেরকে গ্রহণ করা হয়। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকদের নাম-ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। পরে আত্মীয়-স্বজনদের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হবে। 

Keine Kommentare gefunden


News Card Generator