close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, "ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা।" কিন্তু এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণ করা।
ফ্যাক্ট চেকের ফলাফল
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনের Claridge’s হোটেলের সামনে ধারণ করা হয়েছিল। ভিডিওটি মূলত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদানের সময়কার। এটি তখনই BB/Brompton Brother Channel নামক একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
পাশাপাশি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান তার ফেসবুক অ্যাকাউন্টে ওই সময় ভিডিওটির কিছু অংশ পোস্ট করেছিলেন। তিনি উল্লেখ করেন, ভিডিওটি যুক্তরাজ্যের রাজা কর্তৃক আয়োজিত সংবর্ধনায় যোগদানের আগে ধারণ করা হয়েছিল।
প্রমাণের ভিত্তি
১. ভিডিওর কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে এর উৎস নিশ্চিত করা যায়।
২. গুগল ম্যাপে Claridge’s হোটেলের অবস্থান এবং ভিডিওর পারিপার্শ্বিক দৃশ্য মিলিয়ে দেখা গেছে, এটি লন্ডনেই ধারণ করা।
৩. গণমাধ্যমের রিপোর্ট এবং বাসসের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান। এরপর ১৮ সেপ্টেম্বর রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনায় যোগ দেন।
ভাইরাল দাবির সত্যতা
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে শেখ হাসিনাকে প্রকাশ্যে দেখা যাওয়ার কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। অতএব, ভিডিওটি ভুল তথ্য প্রচারের একটি উদাহরণ।
চূড়ান্ত সিদ্ধান্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই ভিডিওটি ২০২২ সালের এবং যুক্তরাজ্যে ধারণ করা। "ভারতে প্রথমবার প্রকাশ্যে শেখ হাসিনা" দাবিটি পুরোপুরি ভিত্তিহীন।
Walang nakitang komento