ভারত-পাকিস্তান যু দ্ধে র শ ঙ্কা! যু দ্ধে র প্রস্তুতি না নিলে আ ত্ম ঘা তী হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এই অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না নেয়ার পরিণতি হবে আত্মঘাতী—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহি..

ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা নিয়ে যখন দক্ষিণ এশিয়ায় উদ্বেগ বাড়ছে, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানালেন, এই সংকটময় সময়ে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি না থাকাটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

আজ বুধবার রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে অনুষ্ঠিত ‘আকাশ বিজয়’ বার্ষিক মহড়ায় অংশ নেন ড. ইউনূস। অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সেখানে বক্তৃতাকালে তিনি বলেন, “প্রতিদিন যুদ্ধের হুমকি আসছে। ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে আমাদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। অন্যথায় আত্মরক্ষার সুযোগ নষ্ট হবে, যা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনী গড়ার প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো। শুধু সামরিক প্রস্তুতি নয়, শান্তির পথেও আমাদের হাত বাড়াতে হবে।”

এর আগে সকালে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে পুনর্বাসনের ঘরের চাবি হস্তান্তর করেন ড. ইউনূস। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে এই আয়োজনে।

ড. ইউনূসের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন উপমহাদেশজুড়ে যুদ্ধের গুঞ্জন বাড়ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরণের বার্তা শুধু বাহ্যিক হুমকির প্রেক্ষিতে নয়, বরং অভ্যন্তরীণ সামরিক সক্ষমতা জোরদারের আহ্বান হিসেবেও বিবেচিত হতে পারে।

Комментариев нет