ভালুকঘর বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি লুৎফর, সম্পাদক আবুল হাসান ..

Gm selim imran avatar   
Gm selim imran
ভালুকঘর বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি লুৎফর, সম্পাদক আবুল হাসান ..

ভালুকঘর বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি লুৎফর, সম্পাদক হাসান 

জি এম সেলিম ইমরান 
কেশবপুর( যশোর) প্রতিনিধি: 
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর বাজার  পরিচালনা কমিটি  ব্যালোটের মাধ্যমে  নির্বাচন সম্পন্ন হয়েছে। 
রবিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ১৬৭জন ভোটারের মধ্যে ১৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে   সভাপতি পদে ১শ ২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ লুৎফর রহমান বিশ্বাস। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী মুস্তাফিজুর রহমান বিশ্বাস পেয়েছেন ৬১ ভোট।
,সাধারণ সম্পাদক পদে ৮৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল হাসান তার নিকটতম প্রতিযোগী ছিলেন মোঃ আবুল কাশেম তিনি পেয়েছেন ৭৫ ভোট।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রবীণ ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম সানা। উপস্থিত ছিলেন ভালুকঘর পুলিশ ক্যাম্পের এ ,এসআই মোঃ আমফান সহ পুলিশ ফোর্স ও গ্রাম পুলিশ। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী গোলাম মোস্তফা বাবু।।

कोई टिप्पणी नहीं मिली