ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার জাতীয় পর্যায়ে অংশ নিতে ঢাকার পথে রওনা হয়েছে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানী দল। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে তাদের আনুষ্ঠানিক বিদায় ও উৎসাহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষার্থী দলটিকে উৎসাহ দিতে উপস্থিত হন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিন উল্লাহ চৌধুরী সবুজ এবং অভিভাবক প্রতিনিধি তাজমুল হক মন্ডল।
অনুষ্ঠানে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিজ্ঞান মননের বিকাশ ঘটিয়ে তোমরাই আগামী দিনের উদ্ভাবক। তোমাদের সাহস, নিষ্ঠা ও প্রতিভা আমাদের গর্বিত করেছে। জাতীয় পর্যায়ে ভালুকার নাম উজ্জ্বল করে ফেরো-এই প্রত্যাশা আমাদের।”
বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আল আমিন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোশতাক আহমেদ জুয়েল, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রতিযোগী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ।
বিজ্ঞানমেলায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানায়, “আমরা খুবই উচ্ছ্বসিত। আমাদের প্রকল্পটি কিভাবে বাস্তবসম্মত এবং পরিবেশবান্ধব-তা বোঝাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। জাতীয় মঞ্চে ভালুকাকে প্রতিনিধিত্ব করতে পারা আমাদের জন্য গর্বের।”
বিদ্যালয়ের একজন বিজ্ঞান শিক্ষক বলেন, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু আবিষ্কারের অনুপ্রেরণা জোগায়। এর মাধ্যমে তারা পড়ালেখার বাইরে বাস্তব জীবনের সমস্যাগুলোর সমাধানে ভাবতে শেখে।”
প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। স্থানীয়ভাবে যারা বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষার অগ্রযাত্রায় সহায়তা করেছেন, তাদেরও ধন্যবাদ জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।